কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে হাইরের চর এলাকায় বুধ-বৃহস্পাতিবার সকালে ৪৯ জেলেসহ পাঁচটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এর মধ্যে একটি ট্রলারসহ ৪৭ জেলে উদ্ধার হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত পাঁচ দিনেও খোজঁ মেলেনি দুটি ট্রলারসহ দুই জেলের। জাল ফেলার সময় আকস্মিক ঝড় এবং উওাল ঢেউয়ের তোরে পড়ে ট্রলার ডুবে যায়। সাগরে ভাসমান অবস্থায় এসময় কাছাকাছি থাকা অন্য ট্রলার তাদেরকে উদ্ধার করলেও দুটি ট্রলারসহ দুই জেলের এখনও সন্ধান মেলেনি।
নিখোঁজরা হচ্ছেন:- কলাপাড়ার লালুয়া ইউনিয়নের জাকির প্যাদার ট্রলারের জেলে ফিরোজ তালুকদার ও রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে কেওরালে গ্রামে আবদুল করিমের ট্রলারের জেলে নাঈম চৌকিদার। বৃহস্পতিবার রাতের বিভিন্ন সময় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে। এ ঘটনায় মহিপুর থানায় সাধারণ ডায়েরি করেছে ট্রলার মালিক জাকির প্যাদা।
মৎস্য বন্দর আলীপুর আড়ত মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, তার আড়তে মাছ বিক্রি করে আবদুল করিম, শাহীন মাতুব্বর, সোহরাব গাজী, রাজ্জাক মাতুব্বর ও মো. উজ্জলের মালিকানাধীন পাঁচটি ট্রলার সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ডুবে যায়। এর মধ্যে দুটি ট্রলারসহ দুই জেলের এখনও সন্ধান মেলেনি ।