ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের খামারের পানি নিষ্কাশনের সময় বজ্রপাতের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার লংগাইর ইউনিয়নের সতের বাড়ি গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সুহেল মণ্ডল (৪০) ও আকবর আলী মণ্ডলের ছেলে রাজিব মণ্ডল (৩৫)।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে মাছের খামার তলিয়ে যাচ্ছে দেখে সুহেল মণ্ডল ও রাজিব মণ্ডল পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ঘটনাটি নিশ্চিত করেছেন।