ঢাকা থেকে রাজশাহীগামী বনলতা ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে এক নারী যাত্রীসহ দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ রেলস্টেশন পার হওয়ার পর এ ঘটনা ঘটে।
আহতরা হলেন রেবিনা আক্তার সুমি (২২) এবং তাঁর স্বামী আব্দুল করিম সোহেল (২৫)। পাথরের আঘাতে সুমির নাক ফেটে গেছে। সোহেল হাতে ও কপালে ব্যথা পেয়েছেন। আহতরা রাজশাহী মহানগরীর চারখুটা নতুন হড়গ্রাম এলাকায় বসবাস করেন।
ভুক্তভোগী সোহেল জানান, সিরাজগঞ্জ রেলস্টেশন পার হওয়ার পর দুর্বৃত্তরা ট্রেনে পাথর ছুড়ে মারলে যাত্রীরা চেঁচামেচি শুরু করে।
যাত্রী আহত হওয়ার বিষয়টি স্বীকার করে রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, স্টেশনে আসার পরে তাঁরা নিজেরাই হাসপাতালে গেছেন।
Facebook Comments