বগুড়ায় পূর্বশত্রুতার জেরে বন্ধুর কাঁচির আঘাতে মো. রেজওয়ান (১৮) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সদর উপজেলার হরিগাড়ি ইসলামপুর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজওয়ান ওই এলাকার মো. মোত্তালেবের ছেলে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই লালন হোসেন। তিনি জানান, রিকশাচালক রেজওয়ানের সঙ্গে একই এলাকার বাসিন্দা সাব্বিরে মঙ্গলবার বিকেলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাব্বির পাশের এক দর্জি দোকান থেকে কাঁচি নিয়ে রেজওয়ানের বুকের ডান পাশে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এএসআই আরও জানান, এসময় আরেক রিকশাচালক মেহেদীও আহত হয়েছেন। তিনি শজিমেকে চিকিৎসাধীন আছেন। জড়িত সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।