কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ভেসে যাওয়া যুবক মো. রিয়াজউদ্দীন রাজুর (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিক পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আটারকুম এলাকায় পানিতে ভেসে উঠলে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন।
বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম রিয়াজউদ্দিনের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ পরিবাররে কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পারাপারের সময় বন্যার পানির স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয় রিয়াজউদ্দীন। নিখোঁজের ৭ ঘন্টা পর ভোর সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার হয়।
Facebook Comments