বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে এক মসজিদের ইমামের বাম হাতের কব্জি এবং ডান হাতের দুটি আঙ্গুল কুপিয়ে বিচ্ছিন্ন করেছে । আশংকাজনক অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে
আহত মাওলানা মো. ইয়াকুব আলী স্থানীয় পশ্চিম ইসলামপুর জামে মসজিদের ইমাম।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, আটক বাবুল মাঝী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি মাদরাসায় পড়ালেখা শেষ করে সম্প্রতি গ্রামে ফিরে আসে। ওই মসজিদের ইমামের নামাজ পড়ানোয় ত্রুটি আছে বলে সে দাবি করে আসছে। সম্প্রতি সে ওই মসজিদে তার মতো করে এতেকাফের জন্য বসতে চায়। কিন্তু ইমাম ইয়াকুব আলী তাকে এতেকাফে বসতে বাঁধা দেয়। এর জের ধরে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে শুক্রবার রাত ১১টার দিকে ওই মসজিদের সামনে ইমাম ইয়াকুব আলীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার বাম হাতের কব্জি এবং ডান হাতের ২টি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে বাবুল মাঝী। স্থানীয়রা আশংকাজনক তাকে উদ্ধার করে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ভর্তি লামপুর জামে মসজিদের ইমাম।
এ ঘটনার পরপরই থানা পুলিশ হামলাকারী বাবুল মাঝীকে একটি ধারালো দা এবং বিচ্ছিন্ন কব্জিসহ গ্রেপ্তার করে।
Facebook Comments