যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশকে সঙ্গে নিয়ে প্রায় তিন মাস পর নিজ এলাকায় ফিরেছেন বরিশাল সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সড়ক পথে ঢাকা থেকে বরিশালে আসেন তিনি।
জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চাইতে গত ১ এপ্রিল ঢাকায় যান সাদিক আবদুল্লাহ। পরে তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আবুল খায়ের ওরফে খোকন আবদুল্লাহকে মনোনয়ন দিলে তিনি আর বরিশালে ফেরেননি।
বরিশাল ফিরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাদিক আব্দুল্লাহ। বলেন, ‘দীর্ঘ তিন মাস পর আমার বরিশালে আগমনে নেতাকর্মীরা যতটা খুশি হয়েছেন তার চেয়ে বেশি আমি খুশি হয়েছি।’
তিনি বলেন, আমার প্রতিহিংসার রাজনীতি করি না। ওয়াদা করেছি বরিশালবাসীকে শান্তিতে রাখবো। আমরা যেন সেই ওয়াদা রাখতে পারি। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের চুপচাপ থাকার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০১৮ সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন। এর আগে, ২০১৬ সালে বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।