চ্যাম্পিয়ন্স লিগে রেফারির বিরুদ্ধে বর্ণবাদিতার অভিযোগ তুলে আজ মাঠ থেকে বেরিয়ে যান পিএসজি ও ইস্তানবুলের খেলোয়াড়রা। মাত্র ১৪ মিনিট খেলা হওয়ার পর দুই দলের খেলোয়াড়রা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
ইস্তানবুলের সহকারী কোচ পিরে ওয়েবোকে ম্যাচের ১৪ মিনিটের সময় লাল কার্ড দেখান রেফারি। তবে ইস্তানবুলের ক্লাবের পক্ষ থেকে বলা হয় এই সময় ম্যাচের চতুর্থ রেফারি পিরে ওয়েবোকে উদ্দেশ্য করে বর্ণবাদমূলক মন্তব্য করেন। আর এতেই ক্ষীপ্ত হয়ে যায় দলটির খেলোয়াড়রা। প্রতিবাদ জানিয়ে তারা মাঠ থেকে বেরিয়ে যায়। আর তাদের দেখাদেখি পিএসজিও মাঠ থেকে বেরিয়ে যায়। জানা গেছে পিএসজির সবচেয়ে সেরা খেলোয়াড় কাইলান এমবাপ্পে তার সতীর্থদের ইস্তানবুলের খেলোয়াড়দের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বলেন। তার কথাতেই দলের বাকি খেলোয়াড়রা মাঠ থেকে বের হয়ে যান।
এই ম্যাচটিতে তখনো কোন খেলোয়ড় গোল করতে পারেননি। ফলে তা ০-০ গোলে শেষ হয়। আজ বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে ম্যাচটি পুনরায় শুরু হবে।
Facebook Comments