চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে পরাজিত করে। আজ বৃহস্পতিবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে টাইগার বাহিনী। আজ জিতলেই সিরিজ জিতে নেবে মাহমুদুল্লাহর দল।
সাকিব-তামিমের মতো তারকা ক্রিকেটার ছাড়াই তারুণ্য নির্ভর দলের বিপক্ষে ঘরের মাঠে পাত্তা পায়নি ভারত। অথচ সেই দলকেই ‘ভাঙাচোরা’ বলে কটাক্ষ করেছে কলকাতার প্রথম সারির দৈনিক আনন্দবাজার।
দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটির অনলাইন সংস্করণ। প্রতিবেদনটির শিরোনাম ‘ভাঙাচোরা দল নিয়ে খেলতে আসা বাংলাদেশ এখন সিরিজ জেতার গন্ধ পাচ্ছে’।
এতে বলা হয়, ‘ভাঙাচোরা দল নিয়ে ভারত সফরে এসেছে বাংলাদেশ। সিরিজের বল গড়ানোর আগে শাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছে আইসিসি। তামিম ইকবালও ব্যক্তিগত কারণে আসেননি। অথচ এই দলই প্রথম ম্যাচে সবাইকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে।’
Facebook Comments