শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা দলে চমক

সংবাদটি প্রকাশিত হয়েছে : শনিবার, জুলাই ২০, ২০১৯ ৬:৫৭:৩০ পূর্বাহ্ণ

ইংল্যান্ড বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি লঙ্কানদের। ৯ ম্যাচ খেলে চারটিতে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় শ্রীলঙ্কা দল। গ্রুপপর্বে ৬ষ্ঠ হয়েই দেশে ফিরতে হয় তাদের। এদিকে, আগামী ২৬ জুলাই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলবে লঙ্কানরা। সেই সিরিজকে সামনে রেখেই দলকে শক্তিশালী করার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে টিম শ্রীলঙ্কা।

ইতিমধ্যে ২২ সদস্যের শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে তারা। সেখানে জায়গা হয়েছে চার ক্রিকেটারের। তারা হলেন – নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, আকিলা ধনঞ্জয়া এবং লক্ষ্মণ সান্দাকানকে। অন্যদিকে, দলে জায়গা হয়নি মিলিন্দা সিরিবর্ধনে, জীবন মেন্ডিস, পেসার সুরাঙ্গা লাকমাল এবং লেগ স্পিনার জেফ্রি ভেন্ডারসির।

তবে দলে রয়েছেন বিশ্বকাপে ৫ উইকেট নেয়া ধনঞ্জয়া ডি সিলভা। আরও রয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পাওয়াওয়ানিদু হাসারাঙ্গা, আমিলা আপোনসো এবং শেনান জয়সুরিয়ার। পেস আক্রমণে লাসিথ মালিঙ্গাতো আছেনই। তাকে সঙ্গ দেবেন কাসুন রাজিথা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা এবং লাহিরু মাধুসাংকারা।

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে শ্রীলঙ্কা দল:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা, আভিসকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাহিরু থিরিমানে, শেনান জয়সুরিয়া, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দানুসকা গুনাথিলাকা, দাসুন সানাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপোনসো, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, লাহিরু মাধুসাংকা, থিসারা পেরেরা, ইসুরু উদানা।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us