নাটোরের লালপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া বাকপ্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। উপজেলার বরমহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে মো. রাজু (২৪) ।
স্থানীয় জানা গেছে, বরমহাটি গ্রামের ইউনুস আলীর ছেলে মো. রাজু নিয়মিত ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত। বাকপ্রতিবন্ধী স্কুলছাত্রী বিষয়টি তার বাবাকে ইশারায় বললে তিনি তার মেয়েকে বিরক্ত না করার জন্য রাজুকে অনুরোধ জানান।
মঙ্গলবার দুপুরে মেয়েটির বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে রাজু তার শয়নকক্ষে প্রবেশ করে মুখ ধরে রেখে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় মুখ থেকে ধর্ষকের হাত ছুটে গেলে বাকপ্রতিবন্ধী কিশোরীর গোংগানোর শব্দে প্রতিবেশী নারীরা এগিয়ে এসে বিষয়টি দেখতে পায়। এ সময় রাজু পালিয়ে যায়
লালপুর থানার ওসি উজ্জল হোসেন বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকালে কিশোরীর বাবা লালপুর থানায় লিখিত অভিযোগ করলে রাতেই বরমহাটি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত মো. রাজুকে আটক করা হয়। বুধবার দুপুরে আটক যুবক রাজুকে আদালতে হাজির করা হবে।