রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় নাশকতা,হত্যা প্রচেষ্টা ও চাঁদাবাজির পৃথক তিন মামলার ৭ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (২৮ জুলাই) রাতে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বানারীপাড়া থানার নাশকতা মামলার আসামী দুই বিএনপি নেতা উজিরপুর উপজেলার কাংশি গ্রামের এসএম ফরহাদ হোসেন জুয়েল (৩৫) ও শোলক গ্রামের কামাল হোসেন তালুকদার (৫৫),বানারীপাড়া থানার চাঁদাবাজি মামলার আসামী উপজেলার নরোত্তমপুর গ্রামের তারেক হাওলাদার (৩০) ও লবণসাড়া গ্রামের আল রিফাত বাবু (২৮) এবং শীর্ষ মাদক ব্যবসায়ী উপজেলার মহিষাপোতা গ্রামের সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৩৮) হাতুড়ি পেটা করে চক্ষু উৎপাটন ও হত্যা চেষ্টা মামলার আসামী আরেক শীর্ষ মাদক ব্যবসায়ী একই গ্রামের শাকিল হাওলাদার (৩০) ও তার দুই সহযোগী উপজেলার খেজুরবাড়ি আবাসনের বাসিন্দা শাকিল শেখ (২৮) ও রিয়াজ (৩০)। সোমবার (২৯ জুলাই) সকালে তাদেরকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।