রাহাদ সুমন
,বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায়
বিদ্যুৎস্পর্শে দিনমজুর চান মিয়া (৪৫) ও ইজিবাইক চাপায় শিশু মুসলিমার (৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মন্নান হাওলাদের ছেলে চান মিয়া ওই ইউনিয়নের দান্ডুয়াট এলাকায় দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় সুপারি পারার সময় গাছের কাছে থাকা বিদ্যুৎ’র লাইনের স্পর্শে নিচে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে তাকে স্থানীয় লোকজন বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
চান মিয়া বৃদ্ধ মা, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
এদিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের তালতলা নামক স্থানে ইজিবাইকের চাপায় পৃষ্ট হয়ে ৩ বছরের শিশু মুসলিমা গুরুতর আহত হয়। শুক্রবার দুপুর ১২ টার দিকে বিশারকান্দি ইউনিয়ন থেকে ছেড়ে আসা ব্যাটারি চালিত ইজিবাইকটি তালতলা নামক স্থানে এলে শিশু মুসলিমা রাস্তা পারাপার হতে গিয়ে দৌড় দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুসলিমা তালতলা এলাকার মনির হোসেনের মেয়ে।
এসময় ইজিবাইকটি উল্টে চালক সহ একজন যাত্রী গুরুতর আহত হওয়ায় তাদেরকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে একমাত্র উপার্জনক্ষম দিনমজুর চান মিয়া ও
শিশু মুসলিমাকে হারিয়ে তাদের পরিবারের শোকের মাতম বইছে।
Like this:
Like Loading...