রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাদক সা¤্রাজ্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল ওরফে ল্যাংটা সোহেল (৩৮) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে অপর শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিলের (৩০) নেতৃত্বে হত্যা চেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
আশংকাজনক অবস্থায় সোহেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে সোহেলের বড় ভাই আনোয়ার হোসেন মোল্লা শীর্ষ মাদক ব্যবসায়ী শাকিল,তার সহযোগী সোহাগ, মো. শামিম, টিটু. সাদ্দাম,আনিছ, রিয়াজ, মনির, কালু,শাকিল, বক্কার ও আশিককে আসামী করে রোববার (২৮ জুলাই) সকালে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানা গেছে,পূর্ব বিরোধের জের ধরে শাকিলের নেতৃত্বে আসামীরা শনিবার (২৭ জুলাই) সন্ধ্যার পরে সোহেলকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের এমএ লতিফ বহুমুখী আলিম মাদরাসার ভিতরে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে বেদম পিটিয়ে আহত করে। এতে তার চোখ,মাথা,হাত ও পাসহ সারা শরীরে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়।
এদিকে ঘটনার পরপরেই সোহেলের লোকজন প্রতিপক্ষ শাকিলের ভাই মামুন ও সহযোগী মাংস ব্যবসায়ী নুরুকে মারধর করেন। এ বিষয়ে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সরদার জানান, সোহেলকে হত্যা করার জন্য তারই আবিস্কার শাকিল ৮ লাখ টাকায় সন্ত্রাসী ভাড়া করে এ হামলা চালায় বলে তিনি শুনেছেন। ঘটনার সময় সোহেলের ডাকচিৎকার শুনে ওই মাদরাসা সংলগ্ন বাড়ি থেকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাকে দেখে পালিয়ে যাওয়ায় তাদের হত্যা মিশন ব্যর্থ হয় বলেও এ ওয়ার্ড কাউন্সিলর জানান। এদিকে স্থানীয়রা জানান,শাকিল এক সময় সোহেলের মাদক ব্যবসার সহযোগী ছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি আলাদা মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলেন। বিভিন্ন সময় র্যাব,পুলিশ ও ডিবি পুলিশের হাতে একজন আরেকজনকে অস্ত্র ও মাদকের চালানসহ ধরিয়ে দেওয়া নিয়ে দু’জনের মধ্যে দ্বন্ধ প্রকট আকার ধারণ করে। এসব নিয়ে দ্বন্দ্বের জেরে একজন অপরজনকে ঘায়েল করে গোটা এলাকার মাদক সা¤্রাজ্যের অধিপতি হওয়ার চেষ্টা চালাচ্ছেন । এর অংশ হিসেবে সোহেলকে হত্যা চেষ্টা চালানো হয় বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ইন্সপ্ক্টের (তদন্ত) মোমিন উদ্দিন জানান, সোহেল ও শাকিল দু’জনই থানার তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের দু’জনের মাদক ব্যবসার আধিপত্য নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।