সংবাদটি প্রকাশিত হয়েছে :
মঙ্গলবার, এপ্রিল ২৬, ২০২২ ৭:২৪:২৮ অপরাহ্ণ
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতার ধান লুট
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক উজ্জ্বল বড়ালের জমির ধান লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে উজ্জ্বল বড়াল বাদী হয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, আওয়ামী লীগ নেতা উজ্জ্বল বড়ালের
বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড লাগোয়া সন্ধ্যা নদীর চরের জমিতে লাগানো ১০০
মন ধান গত ৫ দিন ধরে
কেটে তিনি পার্শ্ববর্তী মুসলিম কবরস্থান ও শ্মশানঘাট-আবাসনের রাস্তার ওপর রেখে দেন। ২৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় ২৫-৩০জন অজ্ঞাতনামা ব্যক্তি ওই ধান লুট করে নিয়ে যায়। খবর পেয়ে উজ্জ্বল বড়াল থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments