বান্দরবানে টহলরত সেনাবাহিনী সদস্যদের সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর এক কর্মকর্তা ও তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অপর এক সৈনিক।
নিহত সেনা কর্মকর্তা হলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান। তিনি ওই টহল দলের কমান্ডার। আহত হয়েছেন সেনাসদস্য মো: ফিরোজ।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বান্দরবান রাঙ্গামাটি সীমান্তের রুমা উপজেলার বোথিপাড়া এলাকায়।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনার পর সেখানে আরো সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।
নিহত সন্ত্রাসীদের তিনজনই জনসংহতি সমিতি দলের সদস্য বলে জানা গেছে। তাদের নাম পাওয়া যায়নি। অন্যদিকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: হাবিবুর রহমান। আহত হয়েছেন সৈনিক মো: ফিরোজ।
এ সময় সেনাবাহিনীর গুলিতে নিহত হন তিন সন্ত্রাসী। পায়ে গুলি লেগে আহত হন সৈনিক মো: ফিরোজ। ঘটনার পর সেখানে সেনাবাহিনীর হেলিকপ্টার গিয়ে আহত সৈনিককে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায়। পরে ওই স্থান হতে অস্ত্র-গুলি ও সন্ত্রাসীদের ব্যবহৃত পোশাকসহ বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
বর্তমানে ওই এলাকায় সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।
Facebook Comments