গত শনিবার ভারতের সর্বোচ্চ আদালত ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন। এতে মসজিদ ভেঙে সেই স্থানে মন্দির নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। আদালতের এমন রায়ের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় দুইদিনে অন্তত ৭৭ জনকে গ্রেপ্তার করেছে ভারতের রাজ্য পুলিশ।
এছাড়া রায় ঘোষণার পর থেকে মোট ১২টি অভিযোগ দায়ের এবং ৩৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কোনো গুজব যেন না ছড়ায়, সেজন্য সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর তৎপরতার ওপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি ওপি সিংহ। তিনি বলেন, প্রয়োজন পড়লে রাজ্যের সর্বত্র সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা বসানো হবে, যাতে গুজব ছড়িয়ে কেউ অশান্তিতে ইন্ধন জোগাতে না পারে।
গতকাল রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, শনিবার রায় ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কড়া নজরদারি করছে পুলিশ। রায়ের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Facebook Comments