চট্টগ্রাম নগরে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো.নুরুল করিম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল উত্তরপাড়ার মো.শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
পাঁচলাইশ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।