খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন।
নিহত – মাদারীপুর জেলার বাসিন্দা বেবী বেগম। নিহত অন্য ব্যক্তি প্রাইভেটকারের চালক ছিলেন। তার পরিচয় পাওয়া যায়নি।
ডুমুরিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, আহত ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১০ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।