বিএনপি ও সমমনা জোটের ডাকা ‘অসহযোগ আন্দোলন’ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরে গণসংযোগ করেছে জেলা যুবদল। শুক্রবার বাদ জুম্মাহ জামালপুর শহরে স্টেশবাজার এলাকায় এ গণসংযোগ করেন যুবদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জামালপুর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সফল সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগে জামালপুর জেলা, শহর, ওয়ার্ড, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
এসময় বিএনপি ও সমমনা জোটের ডাকা ‘অসহযোগ আন্দোলন’ বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ প্রদর্শনসহ অসহযোগ আন্দোলনের জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। সেই সরকার বিরোধী নানা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে সড়কের চারপাশ।