বিস্ফোরক মামলায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেনসহ ছয় নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহর আদালতে জামিন আবেদন করেন তারা। আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।
অন্য আসামিরা হলেন গাংনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইনামুল হক, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেরি আলভী, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও বিএনপি কর্মী বিজয়। তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানকে দণ্ড দেওয়ার প্রতিবাদে ২ আগস্ট বিক্ষোভ মিছিল করার পর এ মামলা হয় তাদের বিরুদ্ধে।