চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মীরসরাই উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আয়োজিত বিএনপি-জামায়াত বিরোধী সমাবেশের প্রস্তুতি সভায় হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এতে প্রস্তুতি সভা পরস্পর হামলা ও পাল্টা হামলার প্রস্তুতিকালে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, বিএনপি- জামায়াতের সাম্প্রতিক সময়ে নৈরাজ্যময় কর্মসূচির বিরুদ্ধে মঙ্গলবার বিকাল ৪টায় ছুফিয়া রোডের নুরজাহান কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে নিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করি। আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৬ অক্টোবর বারৈয়ারহাটে সমাবেশে অংশগ্রহণ করতে এ সভার আয়োজন করা হয়েছিল। আমাদের সভা শুরু হলে ৯নং মীরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানার নেতৃত্বে কতিপয় যুবক আমাদের ওপর হামলা করে। এ সময় অন্তত ১৫ জনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় বলে জানান গিয়াস উদ্দিন।
আহতরা হলেন- রহিমুল্লাহ, হৃদয়, পলাশ, সাইফুল, সরওয়ার, নুরুল বাকী, সবুজ, কামরুল, সেলিম, রনিসহ ১৫ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়।
মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, দুপক্ষের সংঘর্ষের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা দুপক্ষকে শান্ত করেছি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।