ঈদুল আজহার বাকি আর মাত্র সাত দিন। রাজধানীসহ দেশের কোরবানির পশুর হাটগুলো এখনো জমে না উঠলেও খামারে কোরবানির গরু বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গতকাল বুধবার এবং আগের দিন মঙ্গলবার রাজধানীর খিলগাঁও, ভাটারা, মোহাম্মদপুর ও বছিলা এলাকার চারটি খামার ঘুরে দেখা গেছে, কোরবানির জন্য প্রস্তুত করা বেশির ভাগ গরু বিক্রি হয়ে গেছে। খামারিদের দেওয়া তথ্য মতে এই সংখ্যা প্রায় ৬৫ শতাংশ।
খিলগাঁওয়ে বাড়ির ছাদে ব্যতিক্রমভাবে গড়ে তোলা হয়েছে অ্যাভোক অ্যাগ্রো খামার। ওই খামারে এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪০টি গরু। এর মধ্যে সব গরু বিক্রি হয়ে গেছে। মোহাম্মদপুর দয়াল হাউজিংয়ে মেঘডুবি অ্যাগ্রোতে কোরবানির জন্য প্রস্তুত করা এক হাজার ৫০০টি গরু ও মহিষের মধ্যে এক হাজার গরু, মোহাম্মদপুরের বছিলা রোড চল্লিশ ফিট রাস্তায় আলমগীর র্যাঞ্চ ফার্মের এক হাজার গরুর মধ্যে ৫৫৫টি এবং ভাটারার ছোলমাইদের নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের ২০০টি গরুর মধ্যে ১৭৬টি বিক্রি হয়ে গেছে।
বাড়ির ছাদে ২০১৯ সাল থেকে গরু পালন শুরু করেন তিনি। দ্বিতীয় বছরে ২০২১ সালে তৈরি করেন ১৮ বাই ৩৬ ফিটের শেড। ওই সময় গরু ছিল ৩০টি। ফেসবুকে প্রচার করলে দ্বিতীয় বছরই অ্যাভোক অ্যাগ্রোর সব গরু বিক্রি হয়ে যায়।