শিরোনাম

বিদেশে বসেই প্রবাসীরা তাদের জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন

সংবাদটি প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০১৯ ১১:৫৫:৩৪ পূর্বাহ্ণ
বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসীরা
বিদেশে বসেই জাতীয় পরিচয়পত্র পাবেন প্রবাসীরা

নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রবাসী বাঙালিদের জাতীয় পরিচয়পত্রের আবেদনের জন্য অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছে।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র উইং-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বিবিসি জানিয়েছেন, প্রথম পর্যায়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা  এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন, তবে পর্যায়ক্রমে অন্যান্য দেশেও এই সেবা চালু করা হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, জাতীয় পরিচয়পত্রের আবেদন করার জন্য পাসপোর্টের ফটোকপি লাগবে। এছাড়া যারা দ্বৈত নাগরিক তাদের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।

সাইদুল ইসলাম বলেন, ‘এই পোর্টালে লগ-ইন করে যেকোন বাংলাদেশি নাগরিক ফর্মটি ওপেন করে ফিল-আপ করতে পারবে। এই আবেদনের সঙ্গে কী ধরণের কাগজপত্র সংযুক্তি দিতে হবে সেটা আমরা ইন্সট্রাকশন দিয়ে দিচ্ছি।’

অনলাইনে আবেদন করলে সেটি এনআইডি উইং-এ আসবে জানিয়ে তিনি বলেন, ‘এরপর সে আবেদনটি সংশ্লিষ্ট উপজেলা এবং থানায় পাঠানো হবে। তারপর সে কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।’

‘যাদের তথ্য সঠিক পাওয়া যাবে এবং যখন আমরা প্রমাণ পাবো যে তার বাংলাদেশি নাগরিক হবার বৈধতা রয়েছে তখন আমাদের টিম যাবে সে নাগরিকের বায়োমেট্রিক ইনফরমেশন গ্রহণ করার জন্য।’

বায়োমেট্রিক তথ্যের মধ্যে রয়েছে ১০ আঙুলের ছাপ এবং আইরিশ (চোখের মনির ছাপ) নেয়া হবে। এ তথ্যগুলো সংশ্লিষ্ট দেশের দূতাবাসের লোকাল সার্ভারে রাখা হবে। এরপর সেটি মূল সার্ভারে পাঠিয়ে দেয়া হবে যাচাই করার জন্য।

আবেদনের পর ৪৫ দিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র দেবার চেষ্টা করা হবে।’

তিনি আরও জানান, মালয়েশিয়া এবং সৌদি আরবে বাংলাদেশিরা সবচেয়ে বেশি বসবাস করছে। এর পাশাপাশি ব্রিটেন, আমেরিকা, কানাডা, কুয়েত, কাতার এবং বাহরাইনসহ বিভিন্ন দেশে দল পাঠানো হবে।

এই টিমে সদস্য সংখ্যা কতজন হবে সেটি নির্ভর করবে সংশ্লিষ্ট দেশে কত সংখ্যক বাংলাদেশি অবস্থান করবে তার উপর।

সাইদুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, চলতি মাসের মধ্যেই সিঙ্গাপুর এবং দুবাইতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শুরু হবে। এছাড়া ডিসেম্বর মাসের মাঝামাঝি নাগাদ ব্রিটেন, আমেরিকা এবং কানাডায় এ কাজ শুরু করা যাবে বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: বিবিসি বাংলা।
Spread the love
Facebook Comments

Contact Us