নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে জুয়েল পারভেজ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে ফতুল্লা মডেল থানায় ওই প্রেমিকা বাদী হয়ে মামলা দায়ের করেন।ভুক্তভোগী মাদ্রাসা পড়ুয়া ছাত্রী ছিলেন ।
ফতুল্লার পাগলা কুসুমবাগ এলাকার মতিউর রহমানের ছেলে জুয়েল পারভেজের (২৮) সঙ্গে দুই বছর পূর্বে ফেসবুকে পরিচয় হয় ওই ছাত্রীর। এতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ১৪ জুলাই রাত সাড়ে ১০টায় ওই তরুণীকে একটি ভাড়াটিয়া বাসায় নিয়ে বিয়ের আশ্বাস দেখিয়ে ধর্ষণ করে পারভেজ।
পারভেজকে বিয়ে করার জন্য রাজি করাতে না পেরে মামলা করেছেন ওই ছাত্রী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।