বীর মুক্তিযোদ্ধার একমাত্র পুত্রসন্তান রিক্সাচালক ছোলেমান এর গল্প!
সংবাদটি প্রকাশিত হয়েছে :
শনিবার, জানুয়ারি ২৩, ২০২১ ১:২৪:৪১ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধার একমাত্র পুত্রসন্তান রিক্সাচালক ছোলেমান এর গল্প!
প্রতিনিধি ফেনী: জেলার ফেনী সদর থানার ২ নং পাচঁগাছিয়া ইউনিয়নের (৬ নং ওয়ার্ড) পশ্চিম বিজয় সিংহ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস। ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এলাকাবাসী সহ সকলেই এটি জানেন। ২০১১ সালে তিনি মৃত্যুবরণ করেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁহার দাফনও সম্পন্ন হয়। আছে মুক্তিযোদ্ধার সনদও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে জীবন বাজি রেখে দীর্ঘ ০৯ (নয়) মাস সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল কুদ্দুস। এই বীর সন্তানদের বীরত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বীর মুক্তিযোদ্ধা মরহুম জনাব আবদুল কুদ্দুসের একমাত্র পুত্র সন্তান মোঃ ছোলেমান পেশায় একজন রিক্সাচালক এবং খুবই অসচ্চল। বর্তমানে পাচ্ছেন না মুক্তিযোদ্ধা ও তার পরিবারের জন্য বিদ্যমান কোন সরকারি সুযোগ সুবিধা। সর্বশেষ জুন ২০১৫ পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল কুদ্দুস এর একমাত্র পুত্র সন্তান ছোলেমান সর্বশেষ ভাতা উত্তোলন করে। গেজেটভুক্ত না হওয়ায় এরপর হতে ভাতা উত্তোলন করতে পারে নাই, ভাতা বন্ধ হয়ে যায়। বাব মা হারানো এতিম এই মুক্তিযোদ্ধার একমাত্র ছেলে সন্তান ছোলেমান আজ ও গেজেটভুক্ত করার জন্য ও ভাতার জন্য দ্বারে দ্বারে গুরছে। কোন প্রতিকার পায় নাই।
যদি কোন সহৃদয়বান ব্যাক্তি পরামর্শ দিয়ে সহায়তা করতে পারেন, প্রকৃত মুক্তিযোদ্ধার অসহায় দরিদ্র, এতিম রিক্সাচালক সন্তানটির অনেক উপকার হবে।
*আধুনিক ফেনীর রুপকার জননেতা জনাব নিজাম হাজারী এম পি,
*মাননীয় জেলা প্রশাসক, ফেনী
*মুক্তিযোদ্ধা কমান্ডার, ফেনী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
Facebook Comments