শিরোনাম

বৃহস্পতিবার সকালে সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকায় পৌঁছার কথা। 

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, নভেম্বর ৫, ২০১৯ ১১:৩৭:২৫ পূর্বাহ্ণ
সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

ঢাকার সাবেক মেয়র, বিএনপির নেতা ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছার কথা।

জানাজায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশি মানুষ অংশ নিয়েছেন। জানাজা শেষে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

শায়রুল কবির খান বলেন, বাংলাদেশ সময় বুধবার সকালে সাদেক হোসেন খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে তাঁর পরিবার। বৃহস্পতিবার সকালে তাঁদের ঢাকায় পৌঁছার কথা।

Spread the love
Facebook Comments

Contact Us