মোঃ সোলেমান হোসেন শ্রাবণ ,রংপুর:বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে মশাল মিছিল হয়৷
এসম ‘তারা বলেন। দুর্নীতির তদন্ত করায় শিক্ষামন্ত্রীসহ ইউজিসির বিরুদ্ধে ঢাকায় বসে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে তিনি অনিয়ম করে- উল্টো সরকারের বিভিন্ন মহলের বিরুদ্ধে বিষাদগার করছেন। আমাদের সকলের দাবি তাকে বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার করা হোক।’
বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া বলেন, ‘বর্তমান উপাচার্য দিনের পর দিন ঢাকায় থেকে লিয়াজো অফিসের নামে অনিয়ম দুর্নীতি করে যাচ্ছেন; এর প্রতিবাদ করলেই হামলা মামলা দিয়ে যাচ্ছেন৷ আজ তিনি সরকার মহলের দিকে আঙুল তুলেছেন।’
‘
এসময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগ কর্মী তানভীর, বায়েজিদ আহমেদ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Facebook Comments