ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিবলী নোমান নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় আখাউড়া পৌরশহরের দেবগ্রাম এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত নোমান পৌরশহরের তারাগন গ্রামের জারু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নোমান সকাল থেকে দীর্ঘক্ষণ আখাউড়া-কুমিল্লা রেলপথের দেবগ্রাম এলাকায় রেললাইনের আশপাশে হাঁটাহাটি করছিল। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে আসলে সে রেললাইনে শুয়ে পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, দ্বিখণ্ডিত লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
Facebook Comments