ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিজের মেয়ের জামাইয়ের হাতে খুন হয়েছেন মো. হাফিজুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান চম্পকনগর ইউনিয়নের নুরপর গ্রামের মৃত মো. গুলু রহমানের ছেলে।
অভিযুক্ত নিহতের মেয়ের জামাই একই উপজেলার পেটুয়াজুড়ি গ্রামের তাজুল ইসলামের ছেলে শামীম মিয়া।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহতের মেয়ে নাহিদার আক্তারের (২০) সঙ্গে পারিবারিকভাবে পাশের গ্রামের অভিযুক্ত শামীম মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহের কারণে নাহিদা আক্তার সংসার না করার সিদ্ধান্ত নিলে ক্ষিপ্ত হন শামীম। তিনি শ্বশুরবাড়িতে এসে শ্বশুরকে সামনে পেয়ে ধারালো দেশি অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করে পালিয়ে যায়।
বিজয়নগর থানার ওসি মো. রাজু আহমেদ ঘটনার সততা স্বীকার করে জানান, আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।