ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের কামড়ে গোলাপ মিয়া (৩৫) নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।গোলাপ মিয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিখাতা গ্রামের মনসুর আলীর ছেলে।
সোমবার সন্ধ্যার দিকে আপন বড় ভাই মঞ্জুর আলীর (৪২) হাড্ডাহাড্ডি ঝগড়ার একপর্যায়ে নিচে পড়ে গোলাপ মিয়ার কান কামড়ে ধরে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গোলাপ মিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, গোলাপ মিয়া জেলার সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিখাতা বাজারের নৈশ প্রহরী ছিলেন। তিনি প্রায়ই সময় নেশা করতেন। স্থানীয়রা গোলাপ মিয়াকে নেশা করতে মানা করলে তিনি স্থানীয়দের সাথে খারাপ ব্যবহার করতেন। পরে স্থানীয়রা গোলাপ মিয়ার বড় ভাই মঞ্জুর আলীকে বিষয়টি জানায়। সোমবার সন্ধ্যার দিকে মঞ্জুর আলী তার ছোট ভাই গোলাপ মিয়াকে নেশা করতে বারণ করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি ঝগড়া শুরু হয়। এ সময় মঞ্জুর আলী নিচে পড়ে গিয়ে গোলাপ মিয়ার কানে কামড়ে ধরে। এতে মারত্মক আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসলাম হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিস্তারিত তথ্য নেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।