ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাইসা মনি (৫ ) ও মাইসা মনি (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
মৃত দুই শিশুর বাবা সাইফুল্লাহ জানান, সকাল থেকেই রাইসা ও মাইসাকে পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্যরা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেও না পেলে এলাকায় মাইকিং করা হয়। এতেও তাদের খোঁজ মেলেনি। পরে বিকেলে বাড়ির পাশের পুকুরের পানিতে ভেসে তাদের দেহ ভেসে ওঠে।
এদিকে দুই বোনের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।