ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানকে ঘরে ঢুকে নির্মমভাবে গলা কেটে হত্যা করলেও অক্ষত রয়েছে ৯ মাসের কন্যাশিশু অজিহা। তিনজনকে গলাকাটা অবস্থায় পাওয়া গেলেও খাটের মাঝে অক্ষত অবস্থায় ছিল শিশু অজিহা।
মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এ ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকার সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।
আটককৃতরা হলেন- চর ছয়ানির স্থানীয় একই বাড়ির বাসিন্দা সুমন (২৮) ও সবুজ (২৬) এবং জেকি আক্তারের ছোট দেবর এরশাদ মিয়ার স্ত্রী তানজিনা (২৫) আক্তার।
জেকির স্বামী শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। সকাল ৯টার দিকে বাড়ির কাজের মহিলা এসে দেখেন বিল্ডিংয়ের গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে শাহ আলমের স্ত্রী জেকি ও তার বড় সন্তান মাহিনের গলাকাটা লাশ পড়ে আছে। অন্যদিকে পাশের একটি বাথরুমে ছোট ছেলে মহিনের গলাকাটা লাশ পড়ে আছে। ছোট কন্যাশিশু অজিহাকে বিছানার উপরে অক্ষত অবস্থায় পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারা অজিহাকে উদ্ধার করে তার চাচিদের কাছে রেখেছেন।
বাঞ্ছারাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।