ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দশটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১০ জানুয়ারি) উপজেলার মির্জাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আগুন লাগার খবর পেয়ে বিজয়নগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌছায় ঘটনাস্থলে। পরের প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুর ১টার দিকে হঠাৎ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি দোকানে আগুন লাগে। এসময় আশপাশের লোকজন আগুন নেভানোর জন্য চেষ্টা করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ১ ঘণ্টা পর ঘটনাস্থলে আসে তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর ফায়ার স্টেশন অফিসার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।