আশরাফ আলী ফকির ছিলেন একজন আধাত্মিক সুফি সাধক,দাশনিক,পীরে কামেল।আাজ থেকে ১৫০ বছর আগের ভারতের আগরতলার পুরাবাজার পাশে ঢুগলি নামে জায়গা জন্ম গ্রহণ করেন।
তার পিতার নাম হাজি আব্দুল করিম।হাজি আবদুল করিম ছিলেন জমিদার।জমিদার পুত্র হওয়ার শর্তেও উনি খুব সাধারণ জীবন যাপন করতেন এবং পরোপকারী ছিলেন।সারা জীবন তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন।তিনি ইসলামের শরীয়ত, মারফত ,হাকিকত ও তরিকত সকল শাখায় জ্ঞান অর্জন লাভ করেন।
ব্রাহ্মণবাড়িয়া বিশিষ্ট ইসলামী বিদ ফকরে বাঙাল ও প্রফেসর খালেক শাহের সাথে খুব বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিলো ।
১৯৮১ সালের ৭ই জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগঞ্জ গ্রামে উনার কবরস্থান রয়েছে।প্রতিবছর ৭ই জানুয়ারিতে নিজ ওরশ মাফিল বাড়িতে উদযাপিত হয় ।ওরশে বাউল গান ও মেলা বসে ।
এই বছর ৭ই জানুয়ারিতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এই ওরশের তারিখ পরিবর্তন করে পহেলা ফেব্রুয়ারিতে ধার্য করা হয় ।
আহানাফ সরকার ও মরিয়ম সরকার দুই বাউল শিল্পী গান পরিবেশন করবেন।
ধরখার ২নং ইউনিয়নের চেয়ারম্যান সাফিকুর রহমান বলেন, আশরাফ আলী ফকির ছিলেন একজনপীরে কামেল ও আধ্যাত্মিক সুফি সাধক। উনাকে নিয়ে আমরা গর্ব করি।