ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডলে আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় জামায়াত ও হেফাজতে ইসলামের লোকজন জড়িত ছিলএমনটা দাবি করেছেন এলাকাবাসী। রমণ্ডল ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রুবেল হোসেন বলেন,পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটিয়েছে।
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে জামায়াত-শিবিরের লোকজন ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় তাঁরা কার্যালয়ের আসবাবের পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ বি এম ফরহাদ হোসেনের ছবি ভাঙচুর করেন।
ধরমণ্ডল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান বলেন, ‘মোদিবিরোধী কর্মকাণ্ডের নামে বিএনপি, জামায়াত ও হেফাজতের কর্মীরা এলাকায় অরাজকতা করার চেষ্টা করছিল। আমরা এতে বাধা দিয়েছিলাম।ঐদিনের রেশ ধরে আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটিয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments