শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন ও আখাউড়ার  নির্বাহী কর্মকর্তাকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুক্তিযোদ্ধার জমি দখল করে নিয়েছে এক ভূমি দস্যু

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, জুন ৯, ২০২০ ৩:০৭:১৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন ও আখাউড়ার  নির্বাহী কর্মকর্তাকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুক্তিযোদ্ধার জমি দখল করে নিয়েছে এক ভূমি দস্যু
ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসন ও আখাউড়ার  নির্বাহী কর্মকর্তাকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুক্তিযোদ্ধার জমি দখল করে নিয়েছে এক ভূমি দস্যু

নিজিস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ২ নং  ধরখার উনিয়নের বনগজ গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে ভূমি দস্যু ,অবৈধ বালু উত্তেলনকারী ও এলাকার ত্রাস মোঃ রমজান মিয়া, তার ছোট ভাই সহিদ মিয়া ও শিরু মিয়া ও তার গংরা জোর করে জমি দখল করে নিয়েছেন একই পাড়ার ৭১ রণাঙ্গণের সাহসী সৈনিক, বীর মুক্তি যোদ্ধা মোঃ হাবিবুর রহমানের ফসলী জমি।

অসহায় এই মুক্তিযোদ্ধা ও তার পরিবার গ্রামের বিচার না পেয়ে প্রশাসন কে অবহিত করলে আখাউড়া থানার ধরখার পুলিশ ফাঁড়ির একটি পুলিশ টীম ওই জমি পরিদর্শন গেলে ঘটনার সত্যতা পাই।অবৈধ বালু উত্তেলনকারী ও এলাকার ত্রাস মোঃ রমজান মিয়া বীর মুক্তিযোদ্ধার ৫ শতক জমি জোর করে দখল করে দীর্ঘদিন ধরে  ভুগ করছে।

সে ও তার গংরা প্রশাসনের কাছে লিখিত অঙ্গীকার করে যে খুব দ্রুত জমির দখল  ছেড়ে দিবে ও খুটি তুলে নিবে। কিন্তু অনেকে দিন হয়ে গেলেও জমির খুটি তুলা তো দূরে থাক বরং মুক্তি যোদ্ধা মোঃ হাবিবুর রহমানকে ও তার  ছোট ভাই আজিজুল হক ভূইয়াঁ ও মাউলা আলী ভূইয়াঁকে হত্যার হুমকি দিচ্ছে ও জমি থেকে খুটি সরাবে না বলে প্রতিজ্ঞা করেছে।

অবশেষে কোনো উপায় না পেয়ে গত ০১-০৬-২০ তারিখে আখাউড়া টিভি চ্যানেলের সাংবাদিক এম নাবির মারফত মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া উপজিলার নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে আখাউড়া উপজিলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা মোটোফোনে ২ নং ধরখার উনিয়নের চেয়ারম্যান কাছে এই সম্যসা সমাধানের দায়িত্ব দেন।

২ নং ধরখার উনিয়নের চেয়ারম্যান মেম্বার কে দায়িত্ব দিলে সাত দিন চেষ্টার পর রমজান কে রাজি করান সমস্যা সমাধানের।

গত ০৭-০৬-২০ তারিখে ধরখার উনিয়নের মেম্বার জনাব হাবিবুর রহামন,সরকারি আমিনের মাধমে জায়গা মাপেন।জায়গা মেপে তারা অভিযুগের সত্যতা পাই।  মেম্বার ও সরকারি আমিন রমজান কে বলেন মুক্তিযোদ্ধার ৫ শতক জায়গা দখল ছেড়ে দিতে।মীমাংসের এক পর্যায়ে রমজান ও তা গংরা পূব পরিকল্পনা অনুযায়ী হটাৎ সালিসীতে বিশৃঙ্কলা শুরু করে দেয় ।রমজান মিয়া, তার ছোট ভাই সহিদ মিয়া ও শিরু মিয়া তাদের পক্ষের লোক মোহাম্মদের ছেলে শাজানখান মিয়া ও সারাফাতের ছেলে লিয়াকত আলী সহ ২০/২৫ জন  সন্ত্রাসী মুক্তি যোদ্ধার ছোট ভাই আজিজুল হক ভূইয়াঁ ও মাউলা আলী ভূইয়াঁকে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে ও এক পর্যায়ে মুক্তি যোদ্ধারের ভাইদেরকে গলা ধাক্কা দিয়ে সালিসি থেকে বের করে দেন ও সালিসি লন্ড ভন্ড করে  সালিসি ভেঙে দেয় । প্রশাসন কে গালি গালাজ করে সরকারি আমিন ,মেম্বার ও গ্রামের গন্য মান্য মানুষ কে  অপমান করে তাড়িয়ে দেয়।

আখাউড়া উপজিলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা নির্দেশ কে অমান্য করে ও ব্রাহ্মণবাড়িয়ার প্রশানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই দেশবিরোধী ,অত্যাচারী ,ভূমি দস্যু ,অবৈধ বালু উত্তেলনকারী ও এলাকার ত্রাস মোঃ রমজান মিয়া, তার ছোট ভাই সহিদ মিয়া শিরু মিয়া  ও তাদের গংরা এখন গর্ব করে গ্রামে বুক ফুলিয়ে হাটছে ।

ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের থেকে দুইবার পুলিশ ঘটনার স্থলে যান ও রমজান মিয়াকে জমি থেকে খুটি তুলে নিতে ও জমির দখল ছেড়ে দিতে বললে প্রশাসনের নির্দেশ কে কোনো কর্ণপাত  করেন নি রমজান ও তার গংরা।

প্রশাসনের এই অসহায় আত্মসমর্তন দেখে গ্রামের সাধারণ জনঘন বলছে ,ভূমি দস্যু ,অবৈধ বালু উত্তেলনকারী ও এলাকার ত্রাস মোঃ রমজান মিয়া, তার ছোট ভাই সহিদ মিয়া, শিরু মিয়া  ও তাদের গংদের বিচার করা কারো পক্ষে সম্ভব না।গ্রাম বাসি প্রশাসনের অসহায় আত্মসমর্তন খুব হতাশ।

 

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

সাম্প্রতিক খবর

Contact Us