ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ধরখার ইউনিয়নেয় বনগজ গ্রামের বেশির ভাগ সরকারি জায়গা সুবিধাবাদীদের হাতে। ২০১৫-২০১৬ তে সরকার উত্তর -দক্ষিণ দিকে ২২৫০০০০টাকা খরচ করে জন সাধারণের জন্য মেটু রাস্তা নির্মাণ করেন।এর পাশ দিয়ে ২০১৬-২০১৭তে গ্রামের কৃষক সমিতি দশ লাখ টাকা চাঁদার মাধ্যমে স্ক্রিমের ড্রেন নির্মাণ করেন। ২৫০বিগা জমি এখন পানির জন্য কৃষিকাজ ব্যাঘাত হচ্ছে । গ্রামের নূর ইসলাম ,হামিদ ,আবু হোসেইন (রাজাকা ),মকবুল হোসেন ,সাহারা বেগম এই ড্রেনের উপর বসতবাড়ি নির্মাণ করেন। এখন কৃষকের মধ্যে হাহাকার সামনে ব্যুরো মৌসুম। তারা এই প্রভাবশালী দের ভয়ে মুখ খুলতে পারছে না.
Facebook Comments