ব্রাহ্মণবাড়িয়ায় নবগঠিত জেলা ছাত্রলীগের কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন আবির মোহাম্মদ ওরফে সোহাগ।
আজ বুধবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁকে ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করা হয়।
আবির ছাত্রলীগ করে বলে তাঁদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল। যথাযথ তথ্যপ্রমাণের ভিত্তিতে এখন তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে আবির মোহাম্মদ কসবা উপজেলার ৭ নম্বর পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিল বলে দাবি করছে ছাত্রদল। ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় আবির মোহাম্মদকে ইতিমধ্যে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
আবির মোহাম্মদ দাবি করেন, তিনি ২০১০ সালের কসবার পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য, ২০১৬ সালের কসবা টি আলী কলেজ শাখা ছাত্রলীগের কমিটির ১ নম্বর সহসভাপতি ও ২০১৮ সালের উপজেলা ছাত্রলীগের কমিটির ১ নম্বর সদস্য ছিলেন।
আবির মোহাম্মদ অভিযোগ করে বলেন, ‘আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন করছে। প্রায় ১১ বছর ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে আছি। আমাকে হুট করে ছাত্রদল থেকে বহিষ্কারের ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। সরকারি দলের সব ধরনের কার্যক্রমে আমি ভূমিকা রাখছি। উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এটা জানেন। ছাত্রলীগ দিয়েই আমার রাজনীতি শুরু। বিএনপির কর্মকাণ্ডে কখনোই আমি ছিলাম না।’
Facebook Comments