ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৫ বোতল ফেনসিডিল, ৩৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৭ হাজার টাকাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ।
সোমবার সকালে পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ উপজেলার টোলপ্লাজা ও বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম রনি-(২৫), বিজয়নগর উপজেলার চতুরপুর গ্রামের আবদুল হান্নান ভূইয়া-(৩০), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার জয়পুর গ্রামের মোঃ আলাল উদ্দিন খান-(৩২), নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ইন্দ্রপুর গ্রামের মোঃ সুন্দর আলী-(৩৬), একই এলাকার মোঃ তোফাজ্জল-(৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের শাখাওয়াত হোসেন রিমন-(২৪)।
এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা হাসান তিনি এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments