ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুহান চৌধুরী (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়কের ধরন্তি ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুহান নাসিরনগর সরকারি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। সুহান জিলু চৌধুরীর একমাস ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুহান ব্যক্তিগত কাজে দুপুরের দিকে তার নিজস্ব মোটরসাইকেলে ব্রাহ্মণবাাড়িয়া যায়। রাত সাড়ে ৯টার দিকে নাসিরনগরে ফেরার পথে সরাইল উপজেলার ধরন্তি ব্রীজের কাছে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সুহান।
এর পর সরাইল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রাকটি আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।
Facebook Comments