ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুরে সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মোটরসাইকেল ও সিনএজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মাদরাসার ছাত্র নিহত হয়েছেন। নিহত মো. আল-আমিন খান জেলার বিজয়নগর উপজেলার সিরাজ খানের ছেলে। তিনি আশুগঞ্জ বাজারের একটি মাদরাসায় পড়াশুনা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় জেলা সদর থেকে এক সহপাঠির সঙ্গে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি বিজয়নগরে যাচ্ছিলেন আল-আমিন। পথে নন্দনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার সাব্বির আহম্মেদ জানান, মাথায় গুরুতর আঘাত থাকা ওই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। মাথা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।
Facebook Comments