ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অটোরিকশার চাপায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জুনাইদ আহাম্মদ ভূঁইয়া (৬)।সে জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে।
উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর-কোল্লাপাথর সড়কের কৈখলা এলাকায় শিশু জুনায়েদ আহাম্মদ ভূঁইয়া বাড়ির পাশেই রাস্তায় খেলছিল। আজ বেলা সাড়ে তিনটার দিকে শিশুটি রাস্তা পার হওয়ার সময় সালদানদী এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার নিচে চাপা পড়ে। গুরুতর অবস্থায় শিশুটিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
Facebook Comments