শিরোনাম

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে সাকিবের অভিনন্দন

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, নভেম্বর ৫, ২০১৯ ১০:১৫:০১ পূর্বাহ্ণ
বাংলাদেশকে অভিনন্দন জানালেন সাকিব
বাংলাদেশকে অভিনন্দন জানালেন সাকিব

আকর্ষণীয় দিনের আশা দেখাচ্ছেন সাকিব। ছবি: সাকিবের ইনস্টাগ্রাম

প্রথমে ১১ ও পরে ১৩ দফা দাবিতে ধর্মঘট থেকে শুরু করে, ঘটনাবহুল অক্টোবর শেষ হলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায়। দেশের ক্রিকেটে বড় একটা ঝড়ই বয়ে গিয়েছে কয়েক দিনে। সেই ঝড়ের মধ্যেই প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে পা রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল ৩ নভেম্বর   ভারতের বিপক্ষে ৭ উইকেটে পাওয়া জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতীর্থদের জানিয়েছেন অভিনন্দন। চাপের মধ্যে যে এই বড় জয়টি এসেছে, তা ফেসবুকের পোস্টে উল্লেখ করতে ভুল করেননি সাকিব, ‘চাপের মুখে দুর্দান্ত দলীয় পারফরম্যান্স। অভিনন্দন বাংলাদেশ। তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’ এর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের দুঃসময় কাটিয়ে ফেরার লড়াইয়ের কথা ঘোষণা করেছেন সাকিব।

Spread the love
Facebook Comments

Contact Us