শিরোনাম

ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা ইমরান খানের

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ১২:১৭:০০ পূর্বাহ্ণ

 

 

 

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, যদি যুদ্ধ বেধে যায় তাহলে এর সমাপ্তি ঘটবে পরমাণু ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। এর ফলে গোটা অঞ্চল ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কিছু করা উচিত বলে তিনি মন্তব্য করেন।আল জাজিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন।

ইমরান খান বলেন, কাশ্মীর নিয়ে বেশি দিন তারা চুপ থাকবে না। তিনি নিজেকে শান্তিকামী হিসেবে উল্লেখ করে বলেন, আমরা প্রথমে যুদ্ধ শুরু করব না, কিন্তু যুদ্ধ হলে পাকিস্তানিরা জীবন দিয়ে লড়বে।   

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশই পরমাণু অস্ত্রধর। তাই পরমাণু যুদ্ধ বাধলে গোটা বিশ্বে এর খারাপ প্রভাব পড়বে। গোটা বিশ্বের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে।

জাতিসংঘ থেকে শুরু করে আমেরিকা, চীন, রাশিয়া ও ইউরোপীয় দেশগুলোকে এই পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান অবহিত করেছে বলে তিনি জানান। ভারত কাশ্মীরিদের ওপর গণহত্যা চালাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us