শিরোনাম

ভারত মহাসাগরে টহল চিনের ৭ যুদ্ধজাহাজের, কড়া নজরগদারি ভারতীয় নৌসেনার

সংবাদটি প্রকাশিত হয়েছে : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০১৯ ৯:১৫:৫১ পূর্বাহ্ণ
ভারত মহাসাগরে টহল চিনের ৭ যুদ্ধজাহাজের, কড়া নজরগদারি ভারতীয় নৌসেনার
ভারত মহাসাগরে টহল চিনের ৭ যুদ্ধজাহাজের, কড়া নজরগদারি ভারতীয় নৌসেনার
ভারত মহাসাগরে টহল চিনের ৭ যুদ্ধজাহাজের, কড়া নজরগদারি ভারতীয় নৌসেনার
ভারত মহাসাগরে টহল চিনের ৭ যুদ্ধজাহাজের, কড়া নজরগদারি ভারতীয় নৌসেনার

লক্ষ্য শক্তি প্রদর্শন ও ভারত মহাসাগরে প্রভাব বিস্তার। সেই লক্ষ্যে ভারত মহাসাগর ও তার আশেপাশের অঞ্চলের জলে টহল দিচ্ছে ৭টি বিশালাকায় চিনা যুদ্ধজাহাজ। ভারতীয় নৌসেনার গুপ্তচর বিমানের ক্যামেরায় ধরা পড়েছে ভারত মহাসাগরে টহলরত জাহাজগুলির ছবি। 

গুপ্তচর বিমানে থেকে তোলা চিনা যুদ্ধজাহাজের ছবি প্রকাশ করে সংবাদ সংস্থা এএনআই। সেখানে দেখা যাচ্ছে যুদ্ধবিমান বহনকারী Xian-32 যুদ্ধজাহাজ দক্ষিণ ভারত মহাসাগরে টহল দিচ্ছে। এর পর শ্রীলঙ্কার সমুদ্রের জলে প্রবেশ করে ওই জাহাজটি। 

P-8I অ্যান্টি-সাবমেরিন ও সার্ভেলেন্স বিমানের ক্যামরায় ধরা পড়েছে চিনা নৌসেনার মোট সাতটি যুদ্ধবিমানের ছবি। প্রতিটি চিনা যুদ্ধজাহাজের গতিবিধির উপর কড়া নজরদাড়ি চালাচ্ছে ভারতীয় নৌসেনা। 

 

কী কারণে ভারত মহাসাগরে টহল দিচ্ছে চিনা নৌসেনার যুদ্ধজাহাজ? বিশেষজ্ঞদের মতে ভারত মহাসাগরের এই অংশ দিয়েই চিনের বিপুল পরিমাণ বাণিজ্যিক পরিবহণ হয়। তাই এই অংশের সমুদ্রে নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করছে চিন। ২০০৮ সাল থেকেই এই অংশে বেআইনি আমদানি-রপ্তানি বন্ধের উদ্দেশ্যে নজরদারি শুরু করে চিন। 

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us