ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া গ্রামে সাংবাদিক ও গীতিকার চাষা জহিরের ছয়শত পরিণত পেঁপে গাছ ভাইরাসে আক্রান্ত হয়।তিনি কৃষিতে আকৃষ্ট হয়ে পেঁপে চাষের উদ্যোগ নেন।সত্তর শতকের একটি ক্ষেত লীজ নিয়ে সেখানে ছয়শত রেড লেডি জাতের পেঁপের চারা লাগান।মিলিবার্গ ভাইরাসের আক্রমণ নানা ধরণের কীটনাশক স্প্রে করেও রোধ করা যায়নি।অবশেষে সব ক’টি চারা কেটে ফেলা হয়। কৃষকদের প্রতি কৃষি অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কৃষি বিষয়ক প্রতিষ্ঠানসমূহের ভুমিকা সর্বক্ষেত্রে কাম্য।সরজমিনে কৃষি কর্মকর্তাদেরকে মাঠ পরিদর্শন করা কৃষি কর্মকর্তাদের অবশ্য।কৃষিতে এমন ধ্বস নামলে দেশে ধ্বস নামবে।কৃষকদের প্রতি আগ্রহ না দেখালে কৃষির প্রতি কৃষকদের আগ্রহ কমে যাবে।সেজন্য কৃষকদেরকে নানাভাবে প্রশিক্ষণ,সরকারী কৃষি সামগ্রী ও পরামর্শ সহ ক্ষতিপূরণ প্রদান করা যেতে পারে। আশা করা যায়,ভালুকা কৃষি কর্মকর্তা চাষা জহির সহ সকল কৃষকদের প্রতি সুনজর দিবেন।
Facebook Comments