শিরোনাম

ভালো খেলা নয় জয়ই গুরুত্বপূর্ণ

সংবাদটি প্রকাশিত হয়েছে : বুধবার, জুলাই ২৪, ২০১৯ ৯:৪৮:০৯ পূর্বাহ্ণ

সেমিফাইনাল লক্ষ্য ধরে বিশ্বকাপ যাত্রা শুরু করে বাংলাদেশ। কিন্তু পয়েন্ট টেবিলে আটে থেকে বিশ্বকাপ শেষ করেন মাশরাফি-তামিমরা। বিশ্বকাপের ওই হতাশা শ্রীলংকা সিরিজ দিয়ে ঝেড়ে ফেরার কথা জানিয়েছেন তামিম ইকবাল। শুধু ভালো খেলায় চোখ নয় মাশরাফির ইনজুরিতে লংকা সফরের নেতৃত্ব পাওয়া তামিমের। সিরিজ জিতেই শ্রীলংকা থেকে ফিরতে চান অফ ফর্মে থাকা টাইগার ওপেনার তামিম।

শ্রীলংকার তাজ হোটেলে হওয়া সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘বিশ্বকাপ আমাদের মোটামুটি ভালো গেছে। আরও কিছু ম্যাচ জেতা উচিত ছিল। পয়েন্ট টেবিলে তাকালে হয়তো বলবেন খারাপ বিশ্বকাপ গেছে আমাদের। কারণ আটে থেকে শেষ করেছি আমরা। কিন্তু দলের ক্রিকেটাররা জানেন আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

ক্রিকেটে বাংলাদেশ ভালো অবস্থানে চলে গেছে। প্রতিপক্ষ সমীহ করে খেলে। ক্রিকেটার এবং ভক্তরা বড় আশা করেন। তামিম তাই মনে করেন, শুধু ভালো খেলার পর্যায়ে নেই বাংলাদেশ দল, ‘শুধু ভালো ক্রিকেট খেলে আপনি কিছুই প্রমাণ করতে পারবেন না। বিশ্বকাপ খারাপ গেছে বলেই আমরা শ্রীলংকা সিরিজের দিকে তাকিয়ে আছি। বিশ্বকাপ দলের ক’জন ক্রিকেটার না থাকলেও আমাদের দলটা জয় পাওয়ার যোগ্য।’

ওয়ানডে-টেস্টে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তামিম। এবার মাশরাফির ইনজুরির কারণে নেতৃত্ব তার কাঁধে। বিশ্বকাপের পর পাওয়া এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তামিম, ‘দলের সবাই কথা শুনছে কি-না তা নিশ্চিত করতে হবে আমার। এমনভাবে পারফরম্যান্স করতে হবে যেন একটা উদাহরণ তৈরি হয়। নতুন চ্যালেঞ্জটা আমি উপভোগ করার ব্যাপারে আত্মবিশ্বাসী। দেখা যাক সিরিজ শেষে কি হয়।

শ্রীলংকায় ইস্টার সানডে’তে সন্ত্রাসী হামলার ঘটনা এখনও তাজা। তবে বাংলাদেশ দলের কোন ক্রিকেটার এই সিরিজ খেলার ব্যাপারে অনীহা প্রকাশ করেননি বলে উল্লেখ করেন তামিম। বাংলাদেশ ক্রিকেটের ভালো বন্ধু শ্রীলংকা। এর আগে বাংলাদেশ হলি আর্টিসানে সন্ত্রাসী হামলা নিয়ে খারাপ পরিস্থিতিতে ছিল। শ্রীলংকা তখন বন্ধুর হাত বাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশ এবার বন্ধুর সেই ঋণ শোধ করছে। তবে ময়দানী লড়াইয়ে টাইগারদের চোখ রাঙানি থাকবে নিশ্চয়।

আরও পড়ুনঃ

তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের এক মিনিটের মধ্যে আটটি আফটার শক (পরাঘাত) আঘাত হানে
ভূমিকম্পের পর সিরিয়ার উত্তরপশ্চিম অঞ্চলকে দুর্যোগ অঞ্চল’ ঘোষণা করেছে বেসামরিক কর্তৃপক্ষ
পশ্চিমা নিষেধাজ্ঞাপর পরও দেদারছে রাশিয়ার তেল কিনছে ভারত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যা করবেন না বলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিড...
পাঁচ কেজি ওজনের বালিশ মিষ্টির দাম ১ হাজার ৮০০ টাকা
ধর্ষনের অভিযোগে রনি হোসেন নামে এক যুবক বিদেশে পালানোর সময় গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন
ইউক্রেনে যুক্তরাষ্ট্র যত বেশি অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে, রাশিয়া তত বেশি প্রতিশোধমূলক হামলা চালাব...
Spread the love
Facebook Comments

Contact Us