ভিসা সংক্রান্ত কার্যক্রম স্থগিত রেখেছে ঢাকায় অবস্থিত মালয়েশিয়া হাইকমিশন। সোমবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় মালয়েশীয় হাইকমিশন।
সেখানে বলা হয়, ভিসা মালয়েশিয়া ওয়ান স্টপ সেন্টার এবং মালয়েশিয়া হাইকমিশনের ইমিগ্রেশন বিভাগ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। ৬ নভেম্বর থেকে পরিষেবাটি আবার চালু হবে।
তবে ইতিমধ্যে ইমিগ্রেশন বিভাগের অনুমোদন দেওয়া ভিসাধারীরা এই আওতার মধ্যে পরবেনা বলে জানায় মালয়েশিয়া হাইকমিশন। এই ক্ষেত্রে, মালয়েশিয়ায় প্রবেশের আগে ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রবেশপথের অনুমোদনের সাথে বিদেশী নাগরিকরা কেবলমাত্র একটি নিয়োগ কেন্দ্রের মাধ্যমে এক স্টপ সেন্টারে আবেদন করতে পারবেন বলে বিবৃতিতে জানানো হয়।
Facebook Comments