ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ আসন্ন ১৪ ফেব্রুয়ারী নওহাটা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে
প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ওয়ার্ডবাসীর দুয়ারে দুয়ারে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত।নওহাটা
পৌরসভার পাকুড়িয়া , থালতা, মাঝিগ্রাম, দৌলতপুর এই চার গ্রাম নিয়ে ৬নং ওয়ার্ড। অত্র ওয়ার্ডের
কাউন্সিলর পদপ্রার্থী মোঃ নুরুজ্জামান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নওহাটা পৌর
আওয়ামীলীগ। শুক্রবার(১৫ জানুয়ারী) নুরুজ্জামান খান নেতকর্মী ও ওয়ার্ডবাসী সমর্থকদের নিয়ে
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা করেন।এসময়
কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান খান বলেন, আমি আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে আপনাদের পাশে
থেকে সেবা করতে চায়। ৬ নং ওয়ার্ডকে আধুনিক করার প্রচেষ্টা থাকবে ৪ গ্রামকে একটি গ্রাম হবে, উন্নয়ন
হবে সমান ভাবে। মুরুব্বির যুক্তি তারুন্যের শক্তি তবেই আমাদের মুক্তি। এগিয়ে যেতে হবে অনেক দূর,
সবার সহযোগিতায় মাদক মুক্ত সমাজ হবে, দূর হবে বৈষম্য। বয়স্ক, বিধবা,অসহায় সহ সাধারণ মানুষের
পাশে থেকে কাজ করতে চাই। আপনারা আমাকে একবার সেবা করার সুযোগ দিন, আমি কাউন্সিলর
নির্বাচিত হয়ে অবহেলিত ৬নং ওয়ার্ডবাসীর সেবক হিসাবে কাজ করে ওয়ার্ডের উন্নয়ন করতে চাই।
পৌরসভার ৬ নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে আগামী নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন
কামনা করেন।এদিকে ওয়ার্ডবাসীরা বলেন, নুরুজ্জামানের অনেক সুনাম রয়েছে, আমরা কাউন্সিলর
হিসাবে তাকে চাই তার বিকল্প নাই, এলাকাবাসীর সুখ দুঃখে প্রতিনিয়ত পাশে ছিল। এসময় উপস্থিত ছিলেন
আলহাজ্ব আঃ মজিদ, আলহাজ্ব আব্বাস, আলিমুদ্দিন, সাজাহান, গান্দু মুন্ডল, আজাদ আলী, হাফিজুর
রহমান, নেছার, হাসান আলী, মামুন (আমু), মফিকুল, উজ্জল আলী, সফি, রুহুল আমীনসহ গন্যমান ব্যক্তিবর্গ
Facebook Comments